মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

ফকিরহাটে ২ যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০; চারজনের অবস্থা গুরুতর

ফকিরহাটে ২ যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০; চারজনের অবস্থা গুরুতর

0 Shares

ইন্দুরকানী বার্তা:
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের কানারপুকুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের নারী ও শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছে।
ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক পরিবহন কানারপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সেতু ডিলাক্স পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের আট শিশু ও ১০ নারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- পিরোজপুরের সাবিত হোসেন (৩), সজিব শেখ (১১), মুন্নি বেগম (৩০), রফিকুল ইসলাম (২৫), মীম খাতুন (৫), তামিম (৬), রামপালের সবুজ (২৫), মোড়লগঞ্জের শাহজামাল (৩৫), পিরোজপুরের মিনারা বেগম (৫০), জেসমিন বেগম (৫৫), খুলনার শাহানাজ বেগম (৪০), গোপালগঞ্জের তিতাস (২০), পিরোজপুরের ইন্দুরকানীর মুনসুর শেখ (৬৫), খুলনার জীবেস্বর-সহ (৪০) মোট ৩০ জন কম-বেশি আহত হয়েছেন।

এদিকে, দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস দুটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap