বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

অসমাপ্ত গল্প

অসমাপ্ত গল্প

0 Shares

অসমাপ্ত গল্প
শিরিনা আফরোজ

আজকাল আমার বড্ড ভুলোমন।
আমি আনমনে, বিরহ দিনগুনে
অনেক গল্প ভুলে যাই।
আমি পথ হারাই, শুধু কষ্ট পাই
কোন কারন ছাড়াই!
তুমি মনে রেখেছ কি?
সেই শ্রাবন দিন, সুখ সীমাহীন
কড়া নাড়ার স্মৃতি ভোরের দরজায়।
দিন আসে দিন যায়, রাত ভোর হয়,
পাখি ডাকে আগের মত।
আমি দাড়িয়ে থাকি, আমি স্বপ্ন দেখি
অপেক্ষায় দিনগুনি অবিরত।
তুমি ভুলে গেছ কি?
বসন্ত প্রভাতের সেই শিউলী বেলা
সোনালী অতীতে গাঁথা কবিতার শব্দ মালা!
আমি শব্দ সাজাই,প্রিয় বর্ণছাড়াই ‘
ডায়রির পাতা জুড়ে এলোমেলো গান।
পৃষ্ঠার এপিঠ ওপিঠ ভরে
ভাঙন বার্তায় লেখা অজস্র অভিমান
তুমি জেনেছ কি?
মিছিলের এক শহরে কত উড়ো খবর আসে
কত পাখি ঠিকানা হারায় এখনও দিনের শেষে!
সেই শহরে ইট আর পাথরে ,
অসমাপ্ত এক গল্প লেখা।
বহুবার,ভেঙেছে কলম আমার
গল্পটা পারিনি লিখতে একা!
তুমি ভেবে দেখেছ কি ?
পুরান সেই পথে, অসমাপ্ত পান্ডুলিপি হাতে
অচেনা পথিকের মত দেখা হবে আবার
যদি পথ ভুলে যাই,যদি ছন্দ হারাই
অসমপ্ত কাহিনী হয়তো অলেখিত ই রবে
হারিয়ে যাওয়া গান জমে থাকা অভিমান
একদিন ইতিহাস হবে৷





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap