সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
আলোর ছটা
শাহানাজ পারভীন শিউলি
আমি জানালায় দাঁড়িয়ে থাকি
তোমায় খুঁজি বারবার,
তুমি দক্ষিণা বাতাস হয়ে কাছে রবে সারারাত।
আমি আকাশ পানে চেয়ে চেয়ে থাকি
কখন যেন হয়ে গেছো নিস্পদন রাত,
আমি জেগে থাকি হয়ে যায় প্রভাত।
তুমি নতুন সূর্য কিরণ
আমি গোধূলির আলোমাখায় দাঁড়িয়ে থাকি সারাক্ষণ।
পড়ন্ত বিকেলের অস্তোপাড় ও শেষ
আসে নতুন চন্দ্র তারার মেলার চমৎকার খেলা
জেগে থাকি সারারাত আবারও আসে নতুন বেলা।
তুমি সমুদ্রের হিল্লোল
দেখি আমি হয়ে গেছি নীল গগন
পাশেই পাশে থাকো সারাক্ষণ তুমি আমার দক্ষিণা পবন।
তুমি বটবৃক্ষ
আমি তোমার বটছায়ায় এক রত্তি শান্তি খুঁজে পাই সারাক্ষণ,
তোমার ঝিরিঝিরি শব্দ বুঝিয়ে দেয় আমার অশান্ত মন
তখুনি সুখের চেয়েও সুখ খুঁজে পাই সারাটি জীবন।
তুমি হিজল বনের সাহসী রাজা
আমি সেই রাজপথের পানে চেয়ে চেয়ে থাকি সারাবেলা
নিঝুম রাতে তোমায় নিয়ে দেখি চন্দ্র তারার খেলা।
তুমি মুক্তিযুদ্ধা
আমি ও সারাটি জীবন যুদ্ধ করতে করতে হয়ে গেছি বীরোঙ্গনা।
তোমার অপেক্ষা আমায় করেছে শক্তিশালী মহিষী নারী করি খোদার কাছে প্রার্থনা।
তুমি বরফের পাহাড়
আমি শান্ত পটভূমির মতন ধৈর্যের বাঁধ নির্মাণ করে তোমাকে বানিয়েছি আমার হৃদয়ের আয়না।
ষে আয়নায় আমাকে দেখি বারবার,
করি না কারও কাছে আকুতি করিনা কোন বায়না।
তুমি আমার নতুন সূর্য কিরণ ক্ষমতা চাঁদের আলো
আমি তোমায় নিয়ে করি বসবাস অনন্তকাল থাকবো ভালো।
আমার দেহ খানি হোক না কোন মমি
আমি তোমাতেই পাই সুখ সবিই।