শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

তোমার চায়ের নিমন্ত্রণ

তোমার চায়ের নিমন্ত্রণ

0 Shares

তোমার চায়ের নিমন্ত্রণ
বিনয় বরণ হালদার

নীলক্ষেতে এখন প্রচন্ড ভিড়
বইপ্রেমিদের প্লাবনে দাঁড়ানো দায়।
পদ্মা ব্রীজেও এখন মানব প্লাবণ
তোমাকে নিয়ে হাঁটার সুযোগ কোথায়?

তাই রাস্তার পাশের এই সস্তা রেঁস্তোরায়
আজ রাখতে এলাম তোমার চায়ের নিমন্ত্রণ।
নিতান্তই সাদামাটা দরিদ্র চা
তাই এখানে আর লোক জমজমাট নেই।
চায়ের সাথে গল্পটা জমছে ভালো।
একদিন যা অনুসঙ্গ ছিলো
আজ তো তা সব গল্পই, তাই কি না বলো?

তোমার দীঘল চুলে
পাক ধরেছে বেশ
তবুও মনে হচ্ছে যেন জমজমাট জোছনার ছায়া
আমার চুলও যুবক মোটেও নয়
পুরোটাই সাদা – কালোর মেলা।

তবু্ও কথার সাথে মিলে চায়ের স্বাদ
জেগে উঠেছে বাসন্তী মন।
সবকিছু ভুলে আজ হচ্ছে মনে
তোমার – আমার কতটা ছিলো প্রয়োজন।

বইয়ের পাতায় রূপকথা ঘুমিয়ে আছে
নেই আজ সেই ব্যঙ্গমা ব্যঙ্গমী
এক কাপ চায়ে ঘনিষ্ঠ দুটো প্রাণ
কি এসে যায়, আজ না হয় হলাম তুমি আমিই সেই ব্যঙ্গমা ব্যঙ্গমী।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap