বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
সুসময়ের আহব্বান
শিরিনা আফরোজ
লোহার খাঁচায় আটকা পাখি
সোনার শিকল পায়।
অশ্রুসিক্ত দুই নয়নে
মুক্তির গান গায়।
বেজায় মলিন রোদের আলো
আধার নামা শহর।
গুনছে একা ঘরের কোনে
অপেক্ষার অষ্ট প্রহর।
চাঁদের আলো ম্লান হয়ে
মেঘের বাড়ি ভাসে।
জীবন হারে জীবনের কাছে
অনুতাপের পরিহাসে।
স্মৃতির তুলিতে রঙের ছটায়
পুরান দিনের ছবি।
মনের কোনে প্রদিপ জ্বালায়
দুঃসময়ের কবি।
মুয়াজ্জিনের আজান ধ্বনি
সু সময়ের আহব্বান।
ফসলের মাঠে এসো সব চাষী
কাটতে হবে সোনা ধান।