বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
তাওসিফ আকবর:
আজ ২ ডিসেম্বর পিরোজপুর জেলার ইন্দুরকানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ইন্দুরকানী উপজেলা পুরোপুরিভাবে পাকিস্তানি হানাদারদের প্রভাব মুক্ত হয়।
পিরোজপুর জেলায় উপজেলা হিসেবে প্রথম মুক্ত হয় ইন্দুরকানী উপজেলা। ইন্দুরকানী উপজেলার ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন।
মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধীনে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন এলাকা ছিলো মুক্তিযুদ্ধের সময় ইন্দুরকানী উপজেলা তথা সমগ্র পিরোজপুর।
ইন্দুরকানী উপজেলার মুক্তিযুদ্ধ প্রধানত উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট বন্দর ও বাজার সংশ্লিষ্ট এলাকা জুড়ে ছিল।
জানা যায়, ১৯৭১ সালের ৪ মে পিরোজপুরে প্রথম পাকিস্তানি বাহিনী প্রবেশ করে। ১৯৭১ সলের রক্তঝরা দিনগুলোতে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমনে হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর বিভিন্ন অঞ্চল। তারই ধারাবাহিকতায় ইন্দুরকানী তথা তৎকালীন ইন্দুরকানী এলাকার পাড়েরহাট বন্দর থেকে হানাদার বাহিনী তাদের সকল কার্যক্রম শেষ করে চলে গিয়েছিল ২ ডিসেম্বর। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ওইদিন হানাদারদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে ইন্দুরকানীকে দখলদার পাকিস্তান বাহিনীকে উৎখাত করে।