শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

ইন্দুরকানীতে বিষ্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর জামিন দিয়েছে হাইকোর্ট

ইন্দুরকানীতে বিষ্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর জামিন দিয়েছে হাইকোর্ট

0 Shares


ইন্দুরকানী বার্তা:

পিরোজপুরের ইন্দুরকানীতে ককটেল বিষ্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলামের আদালতের দ্বৈত বেঞ্চ আসামীদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার বালিপাড়া বাজারের ইউনিয়ন আ’লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরন এবং ৭টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (বাদশা) বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৭৫ জন জ্ঞাত ৬০ জন অজ্ঞাত আসামী করে ইন্দুরকানী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা কারাগারে রয়েছেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap