মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

অসমান্তরাল পথ

অসমান্তরাল পথ

0 Shares

অসমান্তরাল পথ
শিরিনা আফরোজ

এখনও দিনের শেষে বেড়াই ভেসে
খুঁজে ফিরি ক্ষুধাতুর যত ছদ্মবেশে
লুকিয়ে লুকিয়ে কাঁদে।
সক্ষতা গড়ি তাদের সথে
কূল হারা আছে যত খোদার দুনিয়াতে
বিপন্ন যে সকল মানুষ আটকে আছে,
ব্যাথাতুর জীবনের ফাঁদে।
আমার তৃত্বীয় চোখ সবই দেখে ,
আপনাদের দৈন্যতা,
আর যত নীচতার হিসেব রাখে,
নিশ্চুপ হয়ে দিনগুনে যাই
বিবেক হয়েছে বোবা।
বিষের পেয়ালা হজম করে যাই
মুছে হিংস্রতার থাবা।
খবর আসে,খবর ভাসে বন্ধ রাখি কান।
মুখোশের আড়ালে লুকায়ে রয়েছে
সভ্যতার অপমান।
মানুষের বেশে জানোয়ার বসতি
কুয়াশায় ঢাকা ভোর।
আলোর মুখে আঁধারের নাচুনি
যেনো অমাবস্যা ঘোর।
তোমাদের উৎসবে আনন্দ নাচে
আমার মন শঙ্কায় দোলে।
পাছে যদি কখনও সঠিক পথের
ঠিকানা যাই ভুলে।
এপথের রেখা অসমান্তরাল
আঁকাবাঁকা অলিগলি।
কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়েও
সম্মুখে এগিয়ে চলি।
রক্ত চক্ষু, ভয়ভীতি বা অপবাদ অপমানে
কতখানি ই বা আসে যায়।
বিনা কড়িতেই বনফুল ফোটে
আমার আঙিনায়।
কাব্য কবিতার আসর বসে
প্রানের মেলায় আমি।
সম্মুখে রয়েছে বিপন্ন মানুষ
অস্বিত্বে স্বদেশ ভূমি।
দোসর মেলেনা কঠিন পথে
ঠাঁয় দাড়িয়ে একা।
সত্যের পথ বড়ই জটিল
বেশিই আঁকাবাকা।
জন্মসূত্রে দোদুল্যমান আমার নৌকাখানি
আশায় আশায় জনম জনম সেচি
ভাঙা নৌকার পানি!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap