বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

শুভেচ্ছা

শুভেচ্ছা

0 Shares

শুভেচ্ছা
শিরিনা আফরোজ

এবার ভুলে যাব পুরানো সব হিসেব,
যাবতীয় দুঃখ কষ্ট, মান অভিমান
অথবা অযাচিত অপমান অসম্মান।
এবার নদীর মত শান্ত হব
আকাশের মত উদার হব
পৃথিবীর তোমার কাছে গচ্ছিত রাখব
ব্যক্তিগত জীবনের অলিখিত অভিধান।
সুখে থাক তারা, দুঃখ এনেছে যারা
আবার না হয় নবরূপে সাজুক
আগামীর বসুন্ধরা।
নিকষ কালো অন্ধকারের মত
সমাজের দৈত্য দানব যত,
যাদের অন্তর কালিমায় কলুষিত
সভ্য পৃথিবীর অভিশাপ তারা।
তারা থাকুক তাদের পথে ,
ফুল পাখি আর সবুজ বৃক্ষের সাথে
এই বছর আমার সখ্যতা হবে ।
খাঁচা থেকে সদ্য মুক্ত হওয়া পাখি সদৃশ
আমি ও উড়ে বেড়াব মুক্ত ডানায়।
আর নয় সন্ধি অথবা বন্দী থাকা
মায়া মমতাহীন কারও জেল খানায়।
এই অরণ্যে , এই শিমুল পলাশ
আর শাল মহুয়ার বনে।
স্থায়ী বসতি হোক আমার
আগামী স্বর্নালী দিনে।
হাসি মুখে মেনে নিব সকল ভাগ্য লেখা ,
পৃথিবী আমি জানি এই পথে আমি কতটা একা।
তবুও দাড়িয়ে থাকি পথের শেষে
তবুও শুভেচ্ছা জানাই অবিরাম ভালবেসে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap