বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ইন্দুরকানীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টি জেপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জেপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপস্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করে। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়ক কাওসার উদ্দিন আহমেদ দুলাল, ইন্দুরকানী সদর ইউনিয়ন জাতীয় পার্টি জেপির সভাপতি মাহামুদ সেলিম, বালিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি জেপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইন্দুরকানী উপজেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বরকত, ইন্দুরকানী উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল বাশার মৃধা, ইন্দুরকানী উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, ইন্দুরকানী উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইন্দুরকানী উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান রানা। পিরোজপুর-২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সবাইকে বাই-সাইকেল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির। পরে উপস্থিত সবার মাঝে কেক কেটে বিতরণ করা হয়।