বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের পাগলামি পুরো বিশ্বেই খবরের শিরোনাম হয়েছে। আর্জেন্টাইন ফেডারেশন তো ধন্যবাদ জানিয়েছেই, ফিফাও শেয়ার করেছে আর্জেন্টিনার গোলে বাংলাদেশের মানুষের পাগলাটে উদযাপনের ভিডিও। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও এরপর আরও জোরদার।
যাকে নিয়ে মূলত বাংলাদেশের মানুষের এত উন্মাদনা, সেই লিওনেল মেসিও এবার কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-তে আজ প্রকাশিত সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে যখন উঠে এল বাংলাদেশের কথা, মেসি জানালেন, তিনিও দেখেছেন সেসব উন্মাদনার ছবি-ভিডিও।
বিশ্বকাপ জয় নিয়ে এখনো একইরমকম উচ্ছ্বসিত কি না – সাক্ষাৎকারে এমন প্রশ্নে মেসির উত্তর ছিল, ‘হ্যাঁ, কারণ এটা (বিশ্বকাপ জয়) অনন্য। সেটা করতে পারা, তারওপর শেষটা যেভাবে হয়েছে..এরপর মানুষের আনন্দ দেখতে পাওয়া। আর্জেন্টিনার মানুষ ওই একটা মাস অনেক উপভোগ করেছে। যত যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় তাদের, সেগুলো থেকে এক মাসের জন্য তাদের বের করে আনতে পেরেছি। ওই এক মাস তারা শুধু ফুটবল আর বিশ্বকাপেই বুঁদ ছিলেন।’
এরপরই এল বাংলাদেশের প্রসঙ্গ। আর্জেন্টিনার মানুষের উদযাপনের সূত্র ধরেই প্রশ্নকর্তা মনে করিয়ে দিলেন বাংলাদেশের কথাও মনে করিয়ে দিলেন, তাতে মেসির উত্তর, ‘হ্যাঁ, হ্যাঁ, দেখেছি আমি। সব জায়গায় মানুষ টি-শার্ট পরে ঘুরছিল। ফাইনালের আগে সোফি (আর্জেন্টাইন সাংবাদিক সোফি মার্তিনেস) বলেছিল। মেসি লেখা, আর্জেন্টিনার দশ নম্বর আঁকা জার্সি পরে মানুষকে আনন্দ করতে দেখে খুব ভালো লেগেছে। সব জায়গায়ই এমন হয়েছে।’