মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

জলছবি

জলছবি

0 Shares

জলছবি
শিরিনা আফরোজ

যদি শুনতে পাও নিপীড়িত
প্রানের সুর ,
যদি জেনে যাও কাঙ্খিত
পথের সীমা নয় বেশি দূর ।
তবে বাড়িও দুই হাত
কাটিয়ে দেব না হয়
নির্ঘুম পূর্ণীমা রাত.
প্রিয় পদ্মদিঘির ঘাটে।
দেখব না হয় কেমন করে
জল পদ্মরা ফোটে।
ব্যাথা বেদনার গল্প শেষে
চাঁদের আলোয় মুচকি হেসে
শব্দে বোনা কবিতার মালা
পড়িয়ে তব গলে।
আমি না হয় গা ভেজাব
চাঁদের ছোঁয়া জলে।
নাচবে তখন রাতের পরী
মাদল দেবে তাল।
স্মৃতির আকাশে ধ্রবতারা হয়ে
জ্বলবো চিরকাল।
মনের জমানো যত বেদনা
মুছে দেবে মুচকি হাসি,
সোনার প্রদীপ জ্বালিয়ে হব
বন্দী গৃহবাসী।
তুমি আমি মিলে একটা আকাশ
দুই মনের এক কবি।
পৃথিবীর বুকে এঁকে দিতে চাই
ভালবাসার জলছবি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap