সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
ঘুমন্ত শহর
শিরিনা আফরোজ
মনে মনে শত সহস্র বার বলি
ভালবাসি,
শুধু মুখ ফুটে বলা যায়না।
কিছু কথা অব্যক্ত রয়ে যায় ,
বলতে চাইলেও বলা হয়না।
কত নিয়মের বেড়াজালে বন্দী
তুমি আমি প্রতিদিন।
দিন কেটে যায় যেমন তেমন
রাত্রি নিদ্রাহীন ।
বিলের জলে শালুক ফোটে
চোখের জলে নদী,
দুই কূলে দুই জলধারা
বইছে নিরবধি ।
ফাল্গুন আসে ফাল্গুন যায়
ঋতু বদলের পালা।
মনের খাঁচায় বন্দী পাখি
খাঁচায় লোহার তালা।
মেঘের আকাশে লুকিয়ে চাঁদ
ইশারার মুচকি হাসে।
কবিতার খাতায় শব্দের অমিল
শূন্যতা দিনের শেষে।
সময়ের সিড়ি পার হয়ে যায়
রাতের শেষে ভোর।
অঘোর ঘুমে প্রাচীন কবি
ঘুমন্ত শহর!