রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
বিবর্ণ বিষাদ
শিরিনা আফরোজ
দু চোখ যেদিকে যায়
ফুল পাখি জানান দেয়
বসন্ত এসে গেছে!
শিমুল পলাশ বনে
ভ্রমর নাচে ফুলের সনে
আমি তুমি হেরে যাই
ভাগ্যের কাছে।
অভিমান জমে জমে
গভীর আধার রাত!
মেঘের আড়ালে হারায়
রাতের জাগা চাঁদ।
চোখের কোনে জমে
বিরহী নোনা জল।
ব্যস্ত শহর জুড়ে
মায়বী কোলাহল।
কাব্যে মোড়ানো চিঠির
ঠিকানা হয়েছে ভুল।
বোবা মনের ভাষা
পায়নি খুঁজে কূল।
ধীরে ধীরে পৌঁছে তরী
তীরে এসে ফিরে যায়।
আগুনে পোড়া মন
আরও বেশি পুড়ে যায়।
ভালবেসে ধন্য কেউ
কেউ পরিপূর্ণ।
কারও মনে বিবর্ণ বিষাদ
কারও মন শূন্য!