শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
মো:শাহাদাত হোসেন বাবু
পিরোজপুরের ইন্দুরকানীতর মানব সম্পদ উন্নয়নে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশেন (এসডিএফ’র) উদ্যোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী যুব উৎসবে র্যালি, আলোচনা সভা এবং ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক মাঠে মৎস্যজীবীদের নিয়ে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট-৩ যুব উৎসব পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও সি এফ ট্যাকনিক্যাল আবুল কায়েছের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস কর্মকর্তা মোঃ আবদুল বারী,ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুলন হক,এসডিএফ’র বরিশালের আঞ্চলিক সমন্বয়ক মোঃ সামিউল হক,এসডিএফ’র ইন্দুরকানী উপজেলা ক্লাসটার মোঃ শফিউল আলম,বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতি,উপজেলা আ.লীগের সহ- সভাপতি মাহমুদুল হক দুলাল প্রমুখ।
জেলে পরিবারের যুবক-যুবতীদের জেলে পেশা ছেড়ে অন্যান্য পেশায় নিয়োজিত করার লক্ষ্যে এ উৎসব পালন করা হয়। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে উৎসবে ক্রিড়া ও কারিগরি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।