বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
পরিবর্তন
শিরিনা আফরোজ
আমিও কবিতা লিখতে চেয়েছিলাম
কোন এক পাতাঝরা বসন্তের।
বর্ষন মুখর শ্রাবন দিনের,
কার্তিকের নবান্নের,পৌষের পিঠা উৎসবের।
গভীর প্রেমের,সীমাহীন ভালোবাসার।
অথচ বেশির ভাগ সময় ই আমি
শুধু বিরহের কবিতা লিখেছি!
আমারও ভালবাসার জন্য ভিষণ রকম
পিপাসা ছিলো ,
হিংস্র বন্য প্রাণীর মত প্রায় সকল সময় ই
শুধু তোমাকে ই দখলে রাখতে চেয়েছি জীবনে।
আর একারনেই এতোটা স্বার্থপর হয়েছি!
এরকম স্বার্থপর আর কোনদিন হইনি
এই ছোট্ট জীবনে !
এমন করে আর কাউকে আগলাইনি
অশ্রুশিক্ত দুই নয়নে।
আমার কবিতার প্রতিটি পৃষ্ঠা জুড়ে
একজন ই প্রিয় কবি।
বই মেলায়,পল্টনে,শাহবাগে
আজিজ সুপার মার্কেটে এমনকি
আমার গন্ডির সবখানেই আমি দেখেছি
কেবল তারই প্রতিচ্ছবি !
আমি লালন করেছি তারে আদি অনন্ত কাল জুড়ে
আমার ই অন্তরে,ভিতরে বাহিরে একান্ত গভীরে ।
আমার হৃদয়ের প্রসারিত আঙিনায়
আজও সহস্র ফুল ফোটে,
রাতের আকাশ জুড়ে রুপোলী থালার মত
ভরা পূর্ণিমার চাঁদ যেমন ওঠে।
দূরত্ব ঘুচে যায় গভীর মায়া,
চেনা চোখে ভেসে ওঠে স্মৃতির ছায়া।
বদলে যাওয়া বাদল দিনে,মোহন বাঁশির সুর.।
মন বলে দেয় পথের সীমা দূর হতে বহু দূর।
সময়ের দীর্ঘ পথে কেটে যায় কাল
গভীর রাতের শেষে সোনালী সকাল ।
আর সকলের মত গতানুগতিক
আমিও কবিতা লেখি,
বদলে যাওয় দিন,বদলে যাওয়া সময়
বদলে যাওয় মানুষের পরিবর্তন দেখি।।