রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রাম থেকে বৃদ্ধা ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিশ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে মমতাজ বেগম তার পুত্র নয়নকে নিয়ে বসবাস করতেন। তবে নয়ন মাদকাসক্ত হওয়ায় প্রায়ই মায়ের কাছে টাকা পয়সা দাবি করতো। সব সময় টাকা পয়সা দিতে না পারায় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতো। এমনকি মাঝে মধ্যে বৃদ্ধা মাকে একা বাড়িতে রেখে নয়ন তার শশুরবাড়িতে গিয়েও থাকতেন।
তাই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলের সাথে অভিমান করে মমতাজ বেগম আত্মহত্যা করেছেন। অপরদিকে মায়ের মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মৃত্যু মমতাজ বেগমের পুত্র নয়ন।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, উমেদপুর গ্রামের নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস অবস্থায় একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।