বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
পিরোজপুরের মঠবাড়িয়ার ৭ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতর পালন করছেন। এ উপলক্ষে উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে ১টি, কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি সোহরাব হোসেনের নেতৃত্বে ১টি ও সবুজ নগর গ্রামের গফুর হোসেন হাওলাদারের বাড়ি জামে ১ টি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া ও সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার শুক্রবার তারা ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।
কচুবাড়িয়া গ্রামের সোহরাব হোসেন জানান, তারা সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজ আদায় করেছেন।
সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মোঃ জালাল হুজুর।
ভাইজোড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার হুমায়ুন কবির পান্না জানান, তারা সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজে ইমামতি করেন আমির আলী মুন্সী।
উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ বছর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২ টি ঈদ পালন করে আসছেন।