রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ মে) উপজেলার ঘোষেরহাট, বালিপাড়া ও ইন্দুরকানী বাজারের ৫টি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
এসব হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম । এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা প্রদশর্ন না করা এবং পণ্যের অতিরিক্ত মূল্য রাখায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়।