বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
‘মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহের- ২০২৩ উদ্বোধন হয়েছে। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার সকাল দশটায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স হলে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্ব এবং পরিসংখ্যানবিদ মিঠুন রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭-১৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহের-২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স গীতা রানী, সিএইচসিপি মো: জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসক,নার্স, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সুস্থ ও মেধা সম্পন্ন জাতি গড়তে হলে পুষ্টির কোন বিকল্প নেই তাই বর্তমান সরকার পুস্টির বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর ও সুষম খাবার রাখতে হবে। শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য বাবা-মায়ের অধিক সচেতন হতে হবে। গর্ভকালীন অবস্থায় মায়েরা যাতে পুষ্টি সমৃদ্ধ খাবার পায় সেজন্য পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে। গ্রামীন প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবা নিতে আসা রোগীদেরকে পুষ্টি বিষয়ে নিয়মিত কাউন্সিলিং করতে হবে। যাতে তারা এ বিষয়ে আরো স্বাস্থ্য সচেতন হয়।