বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে দেশীয় মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলার সরকারী পুকুর এবং তিনটি খাল সহ ৪২ টি প্রতিষ্ঠানে মোট ৫৩৪ কেজি মাছের পোনা অবমূক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার এর তত্ত্বাবধানে পোনা মাছ অবমুক্তকরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস অধিদপ্তরের উপ-পরিচালক নগেন্দ্র নাথ বিশ্বাস, বিশেষ অতিথি জেলা মৎস কর্মকর্তা আজাহারুল ইসলাম, বরিশাল বিভাগের সহকারি মৎস পরিচালক মোঃ নাসির উদ্দিন,দেশীয় প্রজাতির মাছ ও শামুক উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ,ইন্দুরকানী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা,মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন,প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির।