শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0 Shares

মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ নুরুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার,ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান,ইউপি সদস্য শহিদুল ইসলাম,এস এম মনিরুজ্জামান প্রমুখ।
সভায় আগত অতিথিবৃন্দ ইন্দুরকানী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও পারিবারিকভাবে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যন্ত ডেঙ্গুতে লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন কয়েকশ মানুষ। তাই আমরা সকলেই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি এবং অপরিছন্ন স্থান, ডেঙ্গুর লার্ভা জন্মাতে পারে এমন স্থানসমূহ পরিস্কার পরিছন্ন রাখি।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap