বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

0 Shares

ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে পিকআপ ও ইজিবাইকের সাথে সংঘর্ষে আহতের ৩দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। চানমিয়া ইন্দুরকানী উপজেলার কলারণ গ্রামের আয়নাল হকের ছেলে। চন্ডিপুর ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাহাদাত হোসেন হিরু সাংবাদিকদের কাছে তার এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইজিবাইক চালক চানমিয়া আহত হওয়ার পর তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট চানমিয়া তার ইজিবাইকে যাত্রী নিয়ে পিরোজপুর যাওয়ার পথে টগড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চানমিয়া সহ ৬ যাত্রী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইজিবাইক চালক চানমিয়ার অবস্থা আশংকা জনক ছিল।

জে আই লাভলু
০১৭১৮৭৩১০৪৭





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap