বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইন্দুরকানীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 Shares

ইন্দুরকানী বার্তা:
ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংগঠনটির উপজেলা আহবায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি তামান্না জামান,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর কবির মান্নু,যুগ্ন আহবায়ক আহসানুল হক ছগির,মাস্তান হাফিজ,সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার,উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আলামিন হোসেন,সদস্য সচিব সাদিকুল ইসলাম,যুগ্ন-আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব সহ মহিলা দল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তাগণ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন,এই অবৈধ সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, কেড়ে নিয়েছে সাধারণ মানুষের ভোট অধিকার। মানুষ এখন আর ভোট দিতে ভোট কেন্দ্রে যায় না । তারা আবারো ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কিন্তু দেশের মানুষ এবার তাদের সেই ষড়যন্ত্র করতে দিবে না। তারা আজ ঐক্যবদ্ধভাবে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চায়।
বক্তাগণ বিএনপি’র সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap