বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, ডেপুটি কমান্ডার বাবু স্বপন কুমার ডাকুয়া, ইন্দুরকানী সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা খাতুন, টগরা মহিলা দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড গিয়াসউদ্দিন সেলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার, ইন্দুরকানি সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান,ইন্দুরকানী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩’ জারি করেছে। সেখানে কোন শ্রেণির মানুষ, কোন ধরনের পেনশনে মাসে কত টাকা জমা দিয়ে নির্ধারিত মেয়াদ শেষে মাসে কত টাকা করে পাবেন, তা নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় বলা হয়েছে, আপাতত চার ধরনের কর্মসূচি চালু করা হবে। সেগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা।
এর মধ্যে প্রবাস কর্মসূচি হচ্ছে প্রবাসীদের জন্য, প্রগতি কর্মসূচি হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের জন্য, সুরক্ষা স্কিম হচ্ছে অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য আর সমতা স্কিম হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য। তবে সরকারি সুবিধা ভোগিরা এ স্কিমের আওতায় পরবেন না।
এ সময়ে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন যা একজন মানুষের শেষ বয়সে অর্থনৈতিক সচ্ছলতা এনে দেবে এবং তাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে যাতে কেউ বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন করতে হবে।