রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ এর পরিচালক মোঃ আশরাফুল আলম এবং সদর দপ্তরের পরিচালক ড. সালমা সিদ্দিকা ঝালকাঠি জেলার কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন,পিরোজপুর জেলার কমান্ড্যান্ট মনির আহমেদ,পিরোজপুর সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ রফিকুল ইসলাম,আনসার কর্মকর্তা খাদিজা বেগম ও মমতাজ বেগমকে সাথে নিয়ে পূজা মন্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় তারা পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সর্বজনীন দুর্গা মন্দির, পিরোজপুর পৌরসভার কেন্দ্রীয়শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, রাজারহাট শ্রী শ্রী হরিসভা মন্দির,পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তারা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথেও মত বিনিময় করেন।