মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

দূরত্ব

দূরত্ব

0 Shares

দূরত্ব
শিরিনা আফরোজ

কথাছিল হিসেবগুলো
মিলবে সময়ের ফোরে,
দিন কেটে যায়
রাত কেটে যায়
সময় কেবল ঘোরে।
অমানিশা দিন
ফেলে আসাঋণ
স্মৃতির দরজায় হানা।
মন ছুটে যায়, প্রান ছুটে যায়
ঠিকানা নাহি জানা।
কুয়াশা ভোর, নীরব শহর
সূর্যের অভিমান।
কথা রয়ে যায় বিরহ ব্যথায়
লুকিয়ে কাঁদে মন।
শীতের শেষে ফাগুন মাসে
মেঘের আকাশ ভারী বর্ষন
ভেঁজা দু চোখ দৃষ্টি অপলক
স্মৃতির পৃষ্ঠায় দুঃখ দহন।
পিচ্ছিল পথ জীবনের রথ
ক্রমশ যায় সরে।
সরে যাও তুমি,সরে যাই আমি
দূর থেকে আরও দূরে!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap