বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষে ১৫ শতাংশ অনাবাদী জমি আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষে ১৫ শতাংশ অনাবাদী জমি আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন

0 Shares

পিরোজপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জমিও ফেলে না রেখে আবাদ যোগ্য করার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ১৫ শতাংশ অনাবাদী জমিকে আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভুমি অফিসের পেছনের ১৫ শতাংশ পতিত জমিতে এ চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ, পিরোজপুর সদর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মো: গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ। ভুমি অফিসের ওই জমিতে ১৫০টি ফলদ, বনজ ও বিভিন্ন প্রকার সব্জি চারা রোপনের মাধ্যমে অনাবাদী জমি আবাদের আওতায় আনা হয়।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap