সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

দুই টানেই ধরা পড়লো ২০ লাখ টাকার লাক্ষা মাছ

দুই টানেই ধরা পড়লো ২০ লাখ টাকার লাক্ষা মাছ

0 Shares

ডেস্ক রিপোর্ট:
পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। জেলার ইন্দুরকানী উপজেলার পূর্ব চরবলেশ^র গ্রামের ইউপি সদস্য মোঃ দুলাল ফকিরের ফিসিং ট্রলারে সমুদ্রে জাল ফেলে ধরা পড়েছে এ মাছ গুলো।

ট্রলারের জেলে মৃদুল জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯০ টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন ১০-২০ কেজির মধ্যে। এরপর মাত্র ৫ দিনের ব্যবধানে আবার পিরোজপুরে ফিরে আসে জেলেরা। মাছগুলো শুক্রবার সকালে পিরোজপুরের বাদুরা মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।

সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা জানান, একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই তারা ফিরে আসতে পেরেছেন।

অন্যদিকে ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap