রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
বরিশাল র্যাব-৮ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তি হলেন মুইন মাঝি (২২)। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পিরোজপুর জেলার নাজিরপুরে শাঁখারীকাঠী বাজারে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে পিরোজপুরের শাঁখারী কাঠির বাসিন্দা শাহাদাত মাঝির ছেলে মুইন মাঝি (২২) কে গ্রেফতার করেন র্যাবের সদস্যরা।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।