শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

টুঙ্গিপাড়ার সেই খোকাটি

টুঙ্গিপাড়ার সেই খোকাটি

0 Shares

টুঙ্গিপাড়ার সেই খোকাটি
শিরিনা আফরোজ

বাংলাদেশের মানচিত্র,
বাংলা মায়ের প্রান।
বিশ্বজয়ী ইতিহাসের
শ্রেষ্ঠ কবিতা গান।
টুঙ্গিপাড়া সেই খোকাটি
শেখ মুজিবুর রহমান!
কবিদের কাতারে শ্রেষ্ঠ কবি
সংগ্রামে সাহসে উদিত রবি
কিংবদন্তি জন্মেছিলেন
আমাদের মহাকালের মহাজন।
সায়েরা মায়ের কোল জোড়া চাঁদ
শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা পিপাসু বাঙালীর বুকে
আশার প্রদীপ জ্বেলে।
বিভেদের দেয়াল ভেঙেছিলেন তিনি
মায়া মমতা ঢেলে।
কৃষক, শ্রমিক, মুটে ও মজুরের
ছিনিয়ে আনতে মান
সুখ সাচ্ছন্দ্য আয়েশি জীবনের
দিয়েছিলেন বলিদান।
জাতীর পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
জেল জুলুমের জীবনটাকে
নিয়েছিলেন বরন করে।
মুক্তির বিজ পুতে দিয়েছিলেন
বাঙালির ঘরেঘরে।
মৃত্যুর মুখে দাড়িয়েও যিনি
গাইলেন বাঙালীর জয়গান।
জাতীর চেতনায় যগ যুগ ধরে
রয়েছেন বহমান
বাংলা মায়ের সোনার ছেলে
শেখ মুজিবুর রহমান।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap