শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

রাজৈরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক

রাজৈরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক

0 Shares

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে আদালতের নির্দেশে পলাতক আসামির বসতঘরের মালামাল ক্রোক করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ গ্রামের মৃত. আব্দুল মালেক মোল্লার ছেলে পলাতক আসামি সোহেল মোল্লার বসতবাড়ি থেকে মালামাল ক্রোক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর আদালতে আসামি সোহেল মোল্লার স্ত্রীর যৌতুক নিরোধ আইনে দায়ের করা এক মামলায় আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির মালামাল ক্রোকের আদেশ প্রদান করে।

আদালতের আদেশ পেয়ে সোমবার দুপুরে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল আসামির ঘরের মালামাল জব্দ তালিকা মূল্যে ক্রোক করে।

ক্রোককৃত মালামালগুলো হলো- একটি পুরাতন মেহগনি কাঠের তৈরি সেমি বক্স খাট, একটি পুরাতন মেহগনি কাঠের তৈরি ওয়াল শোকেস, ওমান কেবলস ব্রান্ডের ৭ বান্ডিল তার, একটি সিডি প্লায়ার, ছোট টিনের তৈরি ২টি ট্রাংক, বালিশ ৫টি, তোশক ১টি, পুরাতন কমফোর্ট ১টি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, আদালতের নির্দেশে আসামির মালামাল ক্রোক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap