শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রথম ধাপে উপজেলার ৫২ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়। সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক।
এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, প্রভাষক জুলহাস শাহীন, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম সোহেল, শুভানুধ্যায়ী বিদ্যুৎ সাওজাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, আবদুল হালিম দুলাল, ইসরাত জাহান মমতাজ, মনির আকন, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান ফিরোজ, মোস্তাফা কামাল বুলেট, সংগঠনের সমন্বনায়ক শিবাজী মজুমদার শিবু, মোঃ আইয়ুব, শুভানুধ্যায়ী মেহেদি হাসান, শাহ আলম সিকদার, পংকজ মিত্র, আরজু সুমন প্রমুখ।
সংগঠনের সমন্বনায়ক শিবাজী মজুমদার শিবু বলেন, “নিরাপদ” সংগঠন মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় বদ্ধ পরিকর। সংগঠনের প্রতিষ্ঠাতা আবুধাবী প্রবাসী এ. এম. জাকারিয়া মুঠোফোনে জানান, অসহায় মানুষের মানবিক সহযোগিতায় “নিরাপদ” সংগঠন এভাবে কাজ করে যাবে। অত্র কর্মসূচিতে যারা সময়, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। নিরাপদ সংগঠনের সার্বিক উন্নতির জন্য তিনি মঠবাড়িয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।