রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : কুয়াকাটায় জেলা পরিষদের বাংলো ঝিনুক থেকে মানব পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বাংলোর সহকারী ম্যানেজার ওসমান গনিকে (২৩)। এছাড়া ওই বাংলো থেকে চার যৌনকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মহিপুর থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে। এ ঘটনায় মহিপুর থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।
এ বাংলোটি দীর্ঘদিন পর্যন্ত ভাড়ায় পরিচালিত হয়ে আসছে। ধৃত ওসমান গনির বাড়ি লক্ষ্মীপুরে। বাবার নাম হারুন-অর-রশীদ। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান এসব খবর নিশ্চিত করে আরও জানান, একই রাতে গ্রেফতারি পরোয়ানার আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।