মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে কাউখালী উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১৪ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সড়কে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত,কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার,সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু, সহসভাপতি মীর রিয়াজ হোসেন,ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, ফজলে রাব্বী,সুমন ব্রহ্মসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিকসহ ২৮জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করেন বক্তরা।