রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন
জমি সংক্রান্ত বিরোধে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ভাতিজা সুজনের আঘাতে বৃদ্ধা চাচি নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত লেবুজা বেগম (৭০) চক আন্ধারিয়া গ্রামের গুল মাহমুদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড জমি নিয়ে দেবর নূরল ইসলামের ছেলে সুজনের সঙ্গে লেবুজা বেগমের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগে। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হলে সুজন চাচিকে চর-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় লেবুজা বেগম জ্ঞান হারান। পরে স্থানীয় চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’