শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখোর দায়ে ইন্দুরকানীতে তিন ফার্মেসীকে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখোর দায়ে ইন্দুরকানীতে তিন ফার্মেসীকে জরিমানা

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক:
পিরোজপুরের ইন্দুরকানীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমমান আদালতের অভিযানে তিনটি ঔষধের র্ফামেসীকে ৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে পরশ মনি মেডিকেল হল ফার্মেসীকে ৫০০০ টাকা ও কহিনূর ফার্মেসীকে ২৫০০ টাকা ও মা ফার্মেসীকে ২০০০ টাক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তেরের পরিদর্শক শেখ শোয়াইব আহমেদ। ইন্দুরকানী থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরুর সাথে সাথে খবর পেয়ে অন্যান্যা ফার্মেসী গুলো তাদের ফার্মেসী গুলো বন্ধ করে সটকে পড়ে।

 





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap