শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে মজিদ ফকির (৭০) নামে এক বৃদ্ধ কচা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন ধরে মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে পাথরঘাটা উপজেলার নদী থেকে ঐ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া মজিদ ফকির দক্ষিণ ভবানীপুর গ্রামের তজিমুদ্দিনের ছেলে।
মৃত বৃদ্ধের ছেলে আউয়াল ফকির জানান, আমার পিতা রাগ করে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সকালে বাড়ি থেকে বের হয়ে ঐদিন বিকালে উপজেলার সাঈদখালী এলাকার কচা নদীতে ঝাপ দেয়। পরে বালুর নৌকার লোকজন দেখে তাকে উদ্ধার করে সাঈদখালী আবাসন এলাকায় বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে আবার কচা নদীতে ঝাপ দেন তিনি। এ ঘটনার ৬দিন পরফ পাথরঘাটা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গত শনিবার বিকালে বৃদ্ধ আব্দুল মজিদ ফকির নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়। ঘটনার ৬দিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পাথরঘাটা এলাকার নদী থেকে নিখোঁজ ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।