বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে ৮ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আহাদুল ইসলাম শিমুল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা সুলতানা মুন্নী, শিক্ষক তানিয়া আকতার, জাহিদুল ইসলাম, তানিয়া আকতার, শাহিদা, জান্নাতী, আমেনা আকতার প্রমুখ। পরে উপস্থিত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।