বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া সৌদি প্রবাসী হাসপাতালে মাথার খুলি বিহীন একটি শিশু সন্তানের জন্ম হয়েছে। গত বুধবার দুপুরে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি জন্ম নেয়।
জানা যায় উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা মোঃ জহির আকনের স্ত্রী আয়শা বেগমের, গত বুধবার বেলা ২.১০ মিঃ সময় সিজার অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন। বা”চাটির মাথায় চাড়া না-থাকার কারণে মগজের কিছু অংশ বাহিরে বের হয়ে আছে। মগজের উপরে শুধু একটি আবরণের মতো দেখা যা”েছ।
বা”চটির পিতা মোঃ জহির আকন বলেন । আমি একজন সামান্য সবজি বিক্রতা আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করার জন্য আপ্রান চেষ্টা করিতেছি। এখন ওর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই অসহায় শিশু সন্তানটির জীবন বাচাতে অর্থ দিয়ে সহায়তা কারার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।
যোগাযোগ জন্য ফোন নাম্বার ০১৯৩৭-৮২৩৫৮১মোঃ জহির আকন।