শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

কাউখালীতে সুপারি চুরির অপবাদ দিয়ে মাদরাসা ছাত্রকে মারধর

কাউখালীতে সুপারি চুরির অপবাদ দিয়ে মাদরাসা ছাত্রকে মারধর

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে বাগনে সুপারি পাড়ার কথা বলে ডেকে নিয়ে মোঃ মেহেদী হাওলাদার (১০) নামের এক মাদরাসার ছাত্রকে সুপারি চুরি করার অভিযোগ দিয়ে মারধর করে। আহত মেহেদী পারসাতুরিয়া গ্রামের রুবেল হাওলাদারের ছেলে। সে উপজেলার পারসাতুরিয়া ছালেকিয়া দাখিল মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী।

আহত মেহেদীর মা হোসনে আরা বেগম জানান, গত শনিবার (১০ই অক্টোবর) মেহেদী হাওলাদর উপজেলার পারসাতুরিয়া গ্রামের কামাল মিয়ার সুপারি বাগানে কাজ করতে ছিল, তখন প্রতিবেশি মাইনুল হোসেন মুন্সি তার বাগানে সুপারি পারার জন্য তাকে সুপারি পারার জন্য তার বাগানে নিয়ে যায়। এ সময়ে মাইনুল মুন্সি (৫০) মেহেদীকে সুপারি বাগানে নিয়ে সুপারি চুরি করার অভিযোগে মারধর করে। এ সময় মেহেদীর ডাক-চিৎকারে এলাকাবাসি এসে মেহেদীকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্্র এ নিয়ে আসে। সে বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোন
অভিযোগ নিয়ে কেউ আসে নাই, আসলে আমরা আইনগত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap