রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আজিজুল হকের প্লাটিনা মোটরসাইকেলটি (বরগুনা-হ ১১২০৬৩) ছিনতাই হয়েছে। যাত্রীবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া-চরকখালী সড়কের ইকরি বাজার সংলগ্ন এলাকা থেকে চাকু ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে ভান্ডারিয়া থানায় সোমবার রাতে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
আজিজুল হক জানান, গতকাল সোমবার বিকেলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুইযাত্রী সাপলেজা বাজার থেকে চরখালী যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি ভাড়া ঠিক করে তাদেরকে নিয়ে চরকখালীর উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে সন্ধ্যার দিকে ইকরি বাজার নামক স্থানে গেলে এক যাত্রী প্রসাব করার কথা বলে গাড়ি থামাতে বলে। আমি সরলমনে গাড়ি থামালে যাত্রী দুইজন গাড়ি থেকে নেমে হঠাৎ চাকু ঠেকিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে আমাকে মারধর করে গাড়ি থেকে নামায়। এসময় ঘটনাস্থলে পালসার মোটরসাইকেল নিয়ে অজ্ঞাত একটা লোক আসে। এরপর জোরপূর্বক আমার প্লাটিনা গাড়িটি নিয়ে দুটি গাড়ি একসাথে পালিয়ে যায়।
এব্যাপারে ভান্ডারিয়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।