বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ ভাবে নদী চরের মাটি কেটে ইট ভাটায় নেয়ায় একটি ইট ভাটার ম্যানেজারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এ জরিমানা করেন।
হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের নদী তীরে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সৃষ্টি হয়েছে। যে বনকে ঘিরে অনেক সম্ভাবনা রয়েছে। সেখানকার নদীর চর থেকে স্থানীয় জব্বার মিয়ার ভাটার ম্যানেজারের আঃ হক মৃধার নির্দেশে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আঃ হক মৃধাকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করি। এই এলাকা থেকে পরবর্তীতে যদি কেউ আবার মাটি কাটে তাহলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।