রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা :
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে শারমিন রোপ ফ্যাক্টরির সুতা কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্বরুপকাঠী দমকল ষ্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শেখ জানান, বুধবার রাতে কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই, প্রায় দু ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । ফ্যাক্টরীতে থাকা কোটি টাকার মালা-মাল পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা কারা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ফ্যাক্টরির ম্যানেজার মো. তোতা মিয়া জানান, প্রায় সোয়া কোটি টাকার পণ্য পুড়ে গেছে।ফ্যাক্টরীতে পাটজাত,নায়লন, প্লাষ্টিকসহ বিভিন্ন ধরণের তৈরি দড়ি তৈরী করা হতো । যা কাতার, মালায়শিয়া নেপাল, ভারত, চিনসহ বিশ্বের প্রায় ৯টি দেশে রপ্তানী করা হত।