বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি) মহিলা পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া ই্উনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টি (জেপি) মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া রানীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রাশিদা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সদস্য সচিব মো: শাহিন হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জেপির যুগ্ন-সদস্য সচিব মনিরুজ্জামান রানা, যুগ্ন-আহবায়ক কাওসার আহম্মেদ দুলাল, জেপি নেতা হারুন-অর রশিদ পান্না, বালিপাড়া ইউনিয়ন জেপির আহবায়ক কবিরুল ইসলাম গাজী, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন জেপি নেতা মনিরুজ্জামান কবির, চন্ডিপুর ইউনিয়ন মহিলা পার্টির সাধারন সম্পাদক মনিরা আক্তার হেপি।
সম্মেলন শেষে তাজরিয়ানকে সভাপতি, ইসরাত জাহানকে সাধারন সম্পাদক এবং লাইজু আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বালিপাড়া ইউনিয়ন মহিলা পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।