মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ইন্দুরকানী এক একর জমির কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় পূর্ব শত্র্রুতার জের ধরে দূর্বৃত্তরা সৌদি প্রবাসী সোবাহান খানের এক একর জমির কলা ক্ষেতের কলা গাছ কেটে তছনছ করে দিয়েছে। তাতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রবাসী সোবাহান খান মোবাইল ফোনে জানান, আমি দেশে না থাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার এক একর জমির অধিকাংশ কলাগাছ কেটে ফেলেছে এতে আমার দু লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইন্দুরকানী থানার উপ পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান জানান, কলা গাছ কাটার খবর পেয়ে কাটা গাছ দেখে এসেছি। অনেক ক্ষতি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।