মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লীরা । শুক্রবার আসরের নামাজ শেষে বালিপাড়া বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শতশত মুসল্লী অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন সহ মাদ্রাসা শিক্ষক ও জামে মসজিদের ইমাম বৃন্দ।
বক্তরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানিয়ে বলেন ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। সংসদে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা সহ ফ্রান্সের তৈরী সকল পন্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান তারা।
সমাবেশ শেষে ফ্রান্স সরকারের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্দ মুসল্লীরা।