রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গৃহকর্মীকে (১৪) ধর্ষণের মামলায় আবুল কাশেম পাটোয়ারী (৬৫) নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নে ধর্ষণের এই ঘটনা ঘটে।
এদিকে, দলীয় পদ-পদবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে কাশেম নিজেকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বলে দাবি করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ভুক্তভোগী কিশোরী আবুল কাশেমের বাড়িতে কাজ করে। শনিবার সন্ধায় মেয়েটি নিজ বাড়িতে যাওয়ার জন্য কাশেমের কাছে ৫০০ টাকা চান। কাশেম ওই কিশোরীকে টাকা দেওয়ার কথা বলে তার দোতলার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি বাড়ির কয়েকজন নারী দেখে ফেলায় তা জানাজানি হয়ে যায়। পরে ওই রাতেই কিশোরীর মা মামলা করলে পুলিশ কাশেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে বিএনপি নেতা আবুল কাশেম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘কিশোরীকে মেডিকেল রিপোর্টের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। আর নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় বৃদ্ধ আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে।’