রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৮। আজ (৫ নভেম্বর) ইমেইল বার্তায় এই তথ্য প্রেরণ করেছে র্যাব বরিশাল সদর দফতর।
র্যাব জানিয়েছে, পিরোজপুর জেলার কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট হতে ১৫০ গজ উত্তরে কচা নদীর পূর্ব পাশে জালাল উদ্দিন হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে হোসেন হাওলাদার (২৪) ও সুমন খানকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ৭২ পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।