রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
মোঃ মশিউর রহমান, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে রাজনৈতিক দলের সর্ব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির সময়সীমা বৃদ্ধির দাবীতে আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১০ টায় নারী উন্নয়ন ফোরাম সমূহের উদ্যোগে নাজিরপুর উপজেলা গেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মনববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওবায়েদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা সোবাহান, রুপান্তরের উপজেলা সমন্বয়ক দিপালী রানী মল্লিক, অপরাজিতা জাহাঙ্গীর ফকির মিঠু, অসীম মহলদার, তানভীর মোশারেফ প্রমুখ।
বক্তারা জানান, রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ নামের একটি আলাদা আইন করতে চাইছেন নির্বাচন কমিশন (ইসি) ওই আইনের রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সময়সীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা করা হলে মূল রাজনৈতিক দলে নারীদের অশগ্রহন আরও কমে যাবে। নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে দেশ আরো পিছিয়ে পড়বে। তাই গণপ্রতিনিত্বি অদ্যাদেশ ৯০ এর বি ধারা রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত বৃদ্ধি করা প্রয়োজন।
রাজনৈতিকভাবেই দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সময়সীমা বৃদ্ধির দাবি জানান তারা।